উত্তাল সমুদ্র ! পাহাড় উর্মি! ছোট্ট মোদের তরী!
পাবে কি গন্তব্য খুঁজে নাকি ছিঁড়বে পালের দড়ি !
বিশাল যাত্রীর ছোট্ট তরী যদি না পায় কুল
আনাড়ি মাঝির হাতে জীবন সোপাই ছিল ভুল।
ওহে মাঝি! ভয় যদি হয় বৈঠা দাও অন্য হাতে তুলে
যদিওবা বেয়ে তরণী খানি নিতে পারে কুলে।
জিদ করেই যদি তুমি বৈঠা রাখো ধরে
সতের প্রাণ সবাই হয়তো যাব মোরা মরে।
সময় মত যদি না সরো ডুবলে তরী পরে
লাভ কি হবে ও জিদমাঝি গুঁলাই থেকে সরে?