দুর্ভিক্ষের আঁচল ছড়িয়েছে তবে,
ফসলের সুবর্ণ যুগ ছিল আহা  কবে!
প্রতিদিনই তো দুর্ভিক্ষের স্বাগত সন্ধ্যা,
মধ্যবিত্তরা তিতিবিরক্ত, চৌদিকে মহামন্দা।


কেঁপে কেঁপে উঠে ক্ষুধাতুর  মানুষের কণ্ঠস্বর,
অথচ শেয়ালের পেটে ঘন দুধের মোটা সর।
লুণ্ঠন লুটপাট অবিরাম চলছে, শূন্য অভ্যন্তর,
দেশব্যাপী মহা হরিলুট প্রচেষ্টা প্রাণান্তকর।


হায় নগরপাল, বিপন্ন জনতা,
পানি না দিয়ে খুলেছে হালখাতা।
পৌর কর, খাজনা, বকেয়া বিদ্যুৎ বিল কত কি বার্তা,
ম্যাজিস্ট্রেট বাড়িতে সঙ্গে কোতয়াল কত কি সতর্কতা?


একজন ঋণ পায়  ত্রিশ হাজার কোটি,
অথচ ক্ষুদ্র ঋণগ্রহীতার চেপে ধরে টুটি।
এ কোন ধর্ম, মহাজনী আচরণ,
কৃষকের সার্টিফিকেট মামলা, কত কি আয়োজন।


চারিদিকে অনিয়ম হরিতকি বয়রা,
ওই দেখো নাচছে,ঝাকে ঝাকে খয়রা।
দলিত শোষিত যতসব আচ্ছা,
দুর্ভিক্ষ আসছে,শীতার্থরা  কাঁপছে, গরিবেরাই সাচ্চা।