নীল আকাশে ওঠলো ভেসে কাঁচির মতো চাঁদ,
দু’চোখ জুড়ে ঘুম আসে না ভাঙলো খুশির বাঁধ।
সন্ধ্যে হতেই গাইছি সবাই কবি কাজীর গান,
আমার সাথে ফুল পাখিরা করছে ঐকতান।


নতুন জামা দেখাইনিতো— পুরান হবার ভয়!
ভীত না থাকুক বীজ বুনেছে মিথ্যে সে সংশয়।
প্রজাপতির ডানায় চড়ে চাঁদ উঠেছে— ঠিক,
ঘুম হারানো মনপাখিটা ছুটছে দিগ্বিদিক।


ভাবতে গিয়ে চোখ বুজে যায় উত্তেজনার ঘুম,
চোখের পাতায় কে নামালো নিদ্রা দেবীর চুম!
হাঁটতে থাকি পথের ধারে কে পড়ে রয়- কাত!
তাদের ছাড়া ঈদ কি আমার হয়রে বাজিমাত!


ময়লা ছেঁড়া কাপড় পরা রুক্ষ মাথার চুল,
বাপ-মা হারা অবুঝ শিশু ওরাই পথের ফুল।
কেউ রাখে না খবর তাদের কেউ রাখে না খোঁজ,
ঈদের দিনটা কাটছে তাদের যেমনি কাটে রোজ।


একটু বাঁদিক ফিরেই দেখি খাচ্ছে সেমাই কাক,
একটা মানুষ দৌড়ে এসে মারলো জোরে হাঁক।
রাজ্য জয়ের তৃপ্ত হাসি ভরলো তাহার মুখ!
আমার চোখে অশ্রু গড়ায় এই বুঝি তার সুখ!


ঘুম ভেঙে যায় চোখ ভিজে যায় কাঁদছে আমার মন,
তাদের সাথে হোকনা আজই— মধুর আলিঙ্গন।