একটা তীব্র ভয়ে কেঁপে ওঠে আমার রাজকীয় মসনদ!
চারপাশের প্রজাদের মাথা নোয়ানো সম্মানে,
মুগ্ধ অথচ তীব্র ভয়ে সংকুচিত হতে থাকে আমার শীর্ণকায় দেহ।
গোলাপের কামাতুর দেহের প্রতিটি ভাঁজে,
লুকিয়ে আছে অজস্র সম্মানের রাজ তিলক!
একটু নিচেই বেয়নট হাতে অতন্দ্র প্রহরী!
একটা তীব্র ভয়ে মধুর প্রণয়ের প্রতীক্ষায়,
উদ্ধৃত শাণ দেয়া তরবারিতে ভয়ের মরীচিকা!
ফুটবে তো বসন্তের সোনাঝরা ফুল?