তোমার মতো বিশাল হতে ইচ্ছে করে,
তাইতো আমি ছুটে গেলাম তোমার তরে।
রূপের বাহার তোমার তনুর প্রতি ভাঁজে,
উথাল-পাথাল  বইছো তুমি, আমি লাজে,
ভিজিয়ে দেয়ার আগেই তুমি ভিজিয়ে দিলে,
মনের ফাগুন জাগিয়ে দিলে শুকনো দীলে।
আমার চরণ ধন্য হলো তোমায় ছুঁয়ে,
ভয় ছিলোগো দৃষ্টি হারা চশমা খুইয়ে।
মনের কোণে জমে থাকা কষ্টগুলো,
সোহাগ মাখা আঘাত হেনে নিংড়ে ধূলো।
তোমার বুকে শব্দ তুলে ঝাপিয়ে পড়ি,
পবিত্র এক আলিঙ্গনে বাসর গড়ি।
মাতাল হয়ে দিক ভুলে যাই অস্তপাড়ে,
তোমার দোলায় দুলছি আজো হৃদয় কাড়ে।
হরেক রঙের মানুষ আসে ভেজা তটে,
সুখের ফাগুন উছলে ওঠে মানসপটে।