হতাশার কাল সাপের ছোবলে
ক্ষতবিক্ষত বিষাক্ত এই মনের তুমিই
একমাত্র ওঁঝা। আর কত?
এবার তোমার দয়া দিয়ে
এ বিষ নামিয়ে নাও।
হে চির সত্য, হে চির সুন্দর।
বাঁচাও এবার।


মিলন-বিগ্রহের মাঝ নদীতে
সাঁতরে ফেরা ডুবন্তের তুমিই
একমাত্র আশার ভেলা। আর কত?
এবার হাত ধরো, ভেলায় ঠাঁই দাও।
হে চির উজ্জ্বল, হে চির শুভ্রকমল।
বাঁচাও এবার ।


পানি-পিপাসে মরুতীর্থে ছুটতে থাকা
পথিকের তুমিই একমাত্র জলাধার। আর কত?
এবার খুলে দাও তোমার জলের ধারা।
প্রশান্ত করো তাকে ।
হে চির অমৃত, হে চির প্রশান্ত।
এবার বাঁচাও।