আমি হয়ত মানুষ নই ।
আমি মানব জাতি থেকে ভিন্ন এক,
সম্পূর্ন আলাদা উপাদানে উৎপন্ন,
মানুষ রুপী এক নগন্য প্রাণী ।


মানুষ হলে হয়ত হাসতে পারতাম
প্রাণ খোলা উল্লোসিত আনন্দে
উদবেলিত পিশাচের হাসি ।


মানুষ হলে হয়ত হাসাতে পারতাম তোমায়
সুচতুর কথা মালার যাদুতে
সুনিপুন পটিয়সির মত মোহিত করে ।


আমি হয়ত কখনও মানুষ হবো না ।
তোমায় কাঁদাই শুধু দিন রাত,
মানুষ হলে ভালবাসতাম,
গভীর প্রেমের চুম্বনে হারিয়ে যেতাম মুহুর্মুহু ।


মানুষ হলে চরম প্রেমে পরম আদরে
তোমায় জড়িয়ে নিতাম বুকে সুকৌশলে।
মানুষ হলে কাঁদাতাম না তোমায় এভাবে ।


আমি হয়ত মানুষ হবো না আর ।