এই যে আমি পথকে আঘাত করছি,
এত প্রাণপণে আঘাত করছি ।
*
কই সে তো একবারও মুখ ঘুরিয়ে নেয় না ।
বরং সে আমার দিকে মুখ করে
পলকহীন চেয়ে থাকে শুধু ।
ডাকে বন্ধু বলে ।
বলে, এসো কাছে, বসো পাশে,
শান্ত হও ।
সে বলে, আমাকে আঘাত কর,
কিন্তু সে আঘাত ভুলো না কখনো ।
আমাকে তুমি কষ্ট দাও,
কিন্তু সে কষ্ট মনে রেখ আজীবন ।
যদি ভুলে যাও,
তবে তা আমাকেই ভোলা হবে ।
*
প্রতিদিন সে কত ব্যাথা সহ্য করে ।
মানুষের ব্যাথা, পশুর ব্যাথা,
কাকের ব্যাথা, হিংস্র হায়েনার ব্যাথা ।
মাঝে মাঝে তাকে জ্বলতে হয়
নারকীয় বহ্নি শিখায় ।
আবার ডুবতে হয়
মানুষের কষ্ট নিংড়ানো কালো জলে ।
এত কষ্টের পরে তার মনে
আর কোন কষ্ট অবশিষ্ট থাকে না ।
কষ্টেরা তাকে কষ্ট দেয় না কখনো ।
তারা গলাগলি করে ঘুমায় পথে ।
*
তুমি হয়ত কষ্ট নিয়ে, আঘাত পেয়ে
মুখ ঘুরিয়ে নেবে,
যেতে চাইবে অজানা গন্তব্যে ।
কিন্তু পথ ।
তার কোন শুরু নেই, শেষ নেই,
নেই কোন গন্তব্য ।


কষ্ট আর আঘাতের স্ক্রেচ এঁকে
সে চেয়ে থাকে হাসি মুখে ।
নির্বাক চোখে আমার দিকে ।