তুমি সুন্দর বলে
এ ধরনী মধুময়,
তুমি সুন্দর বলে
এ রাত মায়াময় ।


তুমি হাসো বলে
সুর্যমুখীরা হাসতে চায়,
তুমি হাসো বলে
চাঁদ লাজে মুখ লুকায় ।


তুমি কথা বলো তাই
ঝর্ণা ঝরে মৃত্তিকায়,
তুমি কথা বলো তাই
পাপিয়া ডাকে বরষায় ।


তুমি রাগো বলে
কদম রোয়া ঝরে যায়,
তুমি রাগো বলে
ঝড় এসে থেমে যায় ।


তুমি কাঁদো বলে
সুর্য মেঘে ঢেকে যায়,
তুমি কাঁদো বলে
বৃষ্টি ঝরে বরষায় ।


তুমি আছো বলে
আমি আছি এ ধরায়,
তুমি আছো বলে
আজও আমি তোমাকে চাই ।