কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।
সেই সব শান্তি প্রিয় মানুষের,
যারা দুঃখ প্রিয় মানুষের রক্তে থই থই করা
বাথটাবে শুয়ে শান্তির স্নানরত।


সেই সব রূচিশীল মানুষের,
যাদের স্ত্রীর একটি গলার হার গড়তে
শত শত রূচিহীন মানুষের
লক্ষ লক্ষ হাড় ভাঙতে হয়।


সেই সব সুশিক্ষিত মানুষের,
যাদের সন্তানদের স্কুলের ফি পরিশোধ করতে
মূর্খ নীচু মানুষের সন্তানদের
দু বেলা উপোস থাকতে হয়।


আমি ফাঁসি চাই সেই সব সুশীল মানুষের,
যাদের নৈশ ভোজের এক বোতল ব্রেন্ডির টাকা জোগাতে
নোংরা কুশীল মানুষের শরীর থেকে
কয়েক বোতল রক্ত শুষে নিতে হয়।