রজনীর স্নিগ্ধ বাতাসের মতই
স্বচ্ছ তোমার মন ।
তোমার দু চোখের সুতীক্ষ্ণ দৃষ্টি
যে কাউকে উদ্দীপ্ত করে নিশাচর হতে ।


গভীর রাতের জোৎস্না স্নাত
ছেঁড়া মেঘের মতই
তোমার ধূসর চুলগুলো
শীতল বাতাসে উড়তে থাকে ।


তুমি চৈত্রের রৌদ্রত্তোপ্ত শুকনো
মাঠ থেকে আসা উষ্ণ দমকা হাওয়া,
যা মনের উষ্ণতাকে শীতল করে দেয় ।


বৈশাখের ঝড়ো বাতাসের মতই তুমি খেয়ালী,
এলোপাতারি আঘাত হানো
মনের ভেতর বাহির দিগ-বিদিক ।
সার্থক তুমি, সার্থক তোমার নাম ।