আবার ডাক এসেছে , পূবালী হাওয়ার ডাক,
আকাশ আঁধার করে আসা
কাল বৈশাখী ঝড়ের ডাক।


কালো আকাশ দেখে, ঝড়ের দাপট দেখে,
কেঁপে ওঠে সন্ত্রস্ত সবাই অহর্নিশ,
সবার মনে ভর করে এক অজানা শঙ্কা।


এ আঁধার যেন চিরকালের,
এ ঝড়ের অসীম গতি,
এ শঙ্কাই যেন কঠোর বাস্তব, কঠিন সত্য।


অবশেষে নামে সুখের বৃষ্টি,
উজ্জল হয়ে ওঠে কালো চোখগুলো,
আলো ঝলমলে চারিদিক,
এটাই সুন্দর সত্য, সহজ বাস্তবতা।