বিমনা যাপন
মাহফুজা আক্তার এম.এ.কে

হে রাখাল বাঁশি তব
বাজাও একাকী,
মম হেথা নির্বাসনে
তব শুধু ডাকি!

দিবানিশি তব তরে
বিমনা যাপন,
অধরা থেকো না হায়!
ভেঙ্গে ফেলো পণ!

(অষ্টাপদী অক্ষরবৃত্ত ৮+৬)
০৬-১০-২৩ইং