চেতনাহীন গোধূলি
মাহফুজা আক্তার এম.এ.কে

নীল গগণ শ্যামল মাঠ
ঝরা শিউলি নীরস ক্ষণ,
চেতনাহীন গোধূলি বেলা
আবির মেখে পোড়ায় মন।

সিক্ত চোখে রিক্ত দিলে
প্রকৃতি কোলে অয়ন নিয়ে,
জুড়াই প্রাণ কোকিল গানে
অনুনয়ের মূর্ছা দিয়ে ।

(অষ্টাপদী মাত্রাবৃত্ত ৫৫৫৫)
০৭-১০-২১ইং