কী নামে ডাকবো!
মাহফুজা আক্তার এম.এ.কে

তুমি ঠিকানা না দিলে
কেমন করে খুঁজবো?
তুমি নাম না বললে
কী নামে ডাকবো!

আমার দেওয়া নামে
তুমি সাড়া কি দিবে?
নাকি নির্বাক থেকে
সে নামের ঘ্রাণ নিবে!

০৯-১২-২৩ইং