মাঝে মাঝেই মনে হয় চলে যাই সব ছেড়ে।  
আকাশ , সমুদ্র কিংবা কিংবা গহীন আরন্যে।
ঠিকানাহীন পথে চলে যেতে চাই;
যেখানে  কেউ খুঁজে পাবে না আমায়।
জানি শরৎ এসেছে,
সাদা কাশবনের দিগন্তেজোড়া রাজ্যে আমি হারাতে চাই।
কিংবা সাদা বকের সাদা পালকের মতন
আমি উড়ে যেতে চাই দূরে বহুদূরে,
শালিকের খয়েরি ডানার সাথে আমি হতে চাই সহযাত্রি।
বিষন্ন বিকেলের পরন্ত সূর্যের
আলোর সাথে আমিও চলে যাব অস্তাচলে।
অন্ধকারে হারাতে চাই শুধু তারে ভালবেসে।