এত অন্ধকার হয় না একটুও আলোর জন্ম।
এত ঘৃনা চারিদিকে,
হয় না এখানে ভালবাসার পুনর্জন্ম।
শুঁকনো পাতার মত  সরে যায় ভালোবাসা দূরের দিগন্তে।
মেঘের মত জমায় পারি সুদূর নীল আকাশের শূণ্যতায়।
ভালবাসার খোঁজে এখানে ওখানে ঘুরে বেড়াই দিগবিদ্বিগ,
চারিদিকে শূন্যতা। যাদের হৃদয় হারিয়েছে শূণ্যে ভালবাসাহীন থেকে থেকে।
বন্যা ,সাইক্লোন কিংবা ঘূর্ণিঝড়ের হাত ধরে। 
তাদের জন্য কি এতটুকু ভালবাসার জন্ম হয় না এখানে।
ভালবাসার আকাল চলছে এইদেশে ,
এই মানুষের মনে ফলবে কি ভালবাসার ফসল?
বিলীন হয় ভালবাসা , বিলুপ্ত ভালবাসার গান, গল্প।