প্রার্থনা ছিল শুধু ভাল থাকার
তবু পরাজিত হয়ে যাই বার বার
পাখি গেয়ে উঠে এই বসন্ত দিনে
বিষন্নতার গান , রাঙা পলাশ শিমুল
ফিঁকে হয়ে আসে , আসে বেদনার বৃষ্টি ঝড়।
এমন বিষন্ন দিনে ভেঙে যায় বার বার
অনেক কষ্টে গড়া বেদনার বাসর।


তবু ও কি ভুলে যাওয়া যায় আকাশের স্বপ্ন?
বন্দী পাখি কি ভুলে যেতে পারে আকাশে
উড়ার সাধ ? পথিক কি  ভুলতে পারে
নতুন পথের গান? শিল্পী কি ভুলতে পারে
প্রনয় ছিল তার গাঢ় রঙের সাথে,
লাল নীল স্বপ্নের মতো।
ভাল থাকতে গিয়ে আমাকেই
হারাই বার বার।