একদা, আমি আবেগে আক্রান্ত হয়েছিলাম।
এলোমেলো হয়েছিলাম।
অথৈ সাগরে দিশাহারা নাবিকের মতো,
আকুল দৃষ্টিতে তাকিয়েছিলাম দিগন্তের দিকে,
ডাঙ্গার খোঁজ দেবে হয়তো কোন এক গাঙচিল ।
একটা নতুন ভোরের অপেক্ষায় থেকে,
দেখে গেছি চিরচেনা রক্তের আস্ফালন।
বিবশ দৃষ্টিতে দেখেছি প্রতাপবান সূর্যের গ্রহণ।
ঊহ্, কতটা অন্ধ ছিলাম আমি,
দেখি নাই মাথার উপরে উড়ছে অশুভ শকুন।
বুঝতে পারি নাই, পিছনে কালো ছায়ারা করছে ফিসফাস।
অতঃপর, হৃদয় আমার যখন কথা কয়ে উঠলো,
মুনিরও ধ্যান ভাঙলো,
হঠাৎ কোন দৈবিক আলোয়, সব হলো দৃশ্যমান।
কোথায় শকুন ! কোথায় কালোছায়া !
মুখোশের আড়ালে সব পরিচিত মুখ,
আমিই কেবল চিনতে পারি নাই,
কারণ, আমি গভীর আবেগে আক্রান্ত ছিলাম।


                                        ১৪/১০/২০১৭ খ্রিঃ