তপ্ত দুপুর বেলা,
     পীচ গলা রাস্তায়,
গগনে আগুন নিয়ে হাটছি,
    অনুভূতি পুড়ে খাক,
    ইচ্ছেরা উড়ে যাক,
গুণে গুণে সব কষে রাখছি।
    ঘুণ পোকা অবিরত,
    করে যায় মনে ক্ষত,
নিঃশেষ করে ছাল বাকলে,
    সময়ের কাছে ঋণ,
    হয়তো আসিবে দিন,
বুঝে নেব সব সুদে-আসলে।
    জীবনের সব স্বাদ,
    নেই যেন আর বাদ,
ক্ষয়ে ক্ষয়ে কেটে যায় রাতদিন,
    নেই কোন ভাবনা,
    উচ্চাশা খাব্ না,
টিকে থাকাটাই এখন সংঙ্গীন।
    ওরা আর কেউ না,
    মানুষতো ফেউ না,
চোখ খুলে দেখো দেখি একবার,
    হৃদয়ে জমানো হাসি,
    ছুঁয়ে যায় রাশি রাশি,
থমকে দাঁড়িয়ে দেখি আরবার।


   ৩০/১০/২০২৩ খ্রিঃ