দুঃখ পোষার বিলাসীতায়,
             মনটা আমার পোড়ে না,
মনের ঘরে খিল দিয়েছি,
             কালো মেঘ তাই ওড়ে না,
এক জীবনের অল্প সময়,
             হেলায় ফেলায় গেছে দিন,
সামনে থেকে বলছে সময়,
             বেশ জমেছে মনের ঋণ,
কান পাতিলে শুনছি মৃদু,
             দিচ্ছে আমায় মাটির ডাক,
মনের দেনা চুকিয়ে যেতে,
             মন সজোড়ে দিচ্ছে হাক,
আর কতদিন রইবো বলো,
             এমনি করে ভাবনাহীন
জমাই কিছু মনের খোরাক,
             সময় এখন রং বিহীন,
সময় এখন সাদা-কালো,
             কিংবা হলো ধূসর কেশ,
মুনির ধ্যানে পণ করেছি,
             এটাই হলো সহজ বেশ,
এমন তরো মানব জীবন,
             আর পাবোনা গেলে আর,
মন করিলে মনের খেয়াল,
             হয় যাতনা কোন প্রিয়ার?


       ২১/০৪/২০২৪ খ্রি: