সুতো কাটা ঘুড়ি, উড়ে যায় দূরে,
বিমর্ষ বালক ছুটে আলপথ ধরে।
পাশাপাশি ছুটে তার ফড়িংয়ের দল,
অবুঝ বালক থামে চোখে তার জল।
ছল ছল চোখে জল নিয়ে ফিরে বাড়ি,
উঠোনে মায়ে তার ছড়াইতেছে শাড়ি।
অজানা ভাবনায় কাঁপে মায়ের বুক,
তাকায়ে দেখে ছেলের জলে ভরা চোখ।
হাত ধরে টেনে লয় বুকের ভিতরে,
ভরসার বুক ছেলে আরো চেপে ধরে।
কাপা কাপা গলায় শুধায় কি হয়েছে বল?
হাসি খুশি গেলি তবে চোখে কেন জল?
মায়ের অভয়ে ছেলে জোড়ে কেঁদে ওঠে,
হারিয়েছে ঘুড়ি তার বলে কাঁপা ঠোটে।
হারিয়েছে ঘুড়ি তাই কেউ এমন কাঁদে?
আয় দেখি চুমো দেই, মা বলে আহ্লাদে।
বাবারে কয়ে ঘুড়ি এনে দেবো কাল,
হাস দেখি মানিক আমার ফুলাসনি গাল।
মমতা, আদর, স্নেহ বিলায় অকাতরে,
মা ছাড়া কে আছে এমন জগতের পরে?


                            ০৫/০৩/২০২৪ খ্রি: