ফাগুনের এলোকেশে বাতাসে তোমার চুল গুলো উড়তে দেখে আমি চলে গেলুম রণাঙ্গনে।
একদিক দিয়ে যুদ্ধ চলছে, অন্য পাশে তোমার চুল গুলো উড়ছে।
সেই মুগ্ধতা করা তোমার কেশ দেখে আমি পাগলপারা হয়ে প্রবল বিক্রমে ঝাপিয়ে পড়লাম শক্রুর দিকে।


আর তুমি এও জানলে না,কত সেনাপতি পাগল তোমার সেই কেশে।
আর আমি সেই অনবদ্য সেনাপতির এক নফর মাত্র।
তবে কি আমার দেখা যোগ্য, তোমার কেশ?