আমাকে ব্যবহার করে কিছু স্বার্থান্বেসী মহল
আজ উঠে গেছে উপর তলায়।
আমি নিচ তলার তিমিরেই পড়ে আছি।
আজ আমাকে তারা চেনে না,
আমি যেন অপরিচিত কেউ;
আমি আজ দিকহারা উম্মাদ
অশান্ত নদীর ছুটে চলা অসুস্থ্য ঢেউ।


তাদের প্রয়োজনে-অপ্রয়োজনে আমি ছুটেছি,
দিন-রাত এক করে তাদের হুকুম পালন করেছি।
কিন্তু বিনিময়ে অবশেষে  দুর্নাম আর রটনা :
পেলাম উপহার। আহঃ কী চমৎকার!
ভালোবাসার পুরষ্কার আজ পেয়েছি সঠিক!
তবু তাদের তরে ভালোবাসা কমেনি একটুক;
কারণ ভালোবাসা অন্ধ। বোঝে না পলিটিক্স!


- ২২.০১.১৪ ইং