মোচন করিতে এসেছিলে তুমি,
-আমি পাপে জর্জর
যাযাবর!
যদি বলি-ভুল হবে মোর ।
কেন রহিবে না পাশে চিরতর
আসলেই বা কেন, নিয়ে তর,
যাযাবর!
যদি বলি-ভুল হবে মোর ।
হিয়ার মাঝে সাজালে পঙ্খি নাও
জানিয়ে বিদায় কোথা চলে যাও
আশার দরিয়ায় জাগিল যে চর
ডুবিল কি সে ? ভাবি দিনভর
যাযাবর!
যদি বলি-ভুল হবে মোর ।
কোটি প্রাণ আজ আবেগে আকুল
তোমার বিরহে কাতর ও ব্যাকুল
চলে যাবে তুমি বুকে খঞ্জর
ব্যথায় ব্যথিত চোখে, বহে ঝড়
যাযাবর!
যদি বলি-ভুল হবে মোর ।
কি দিল তোমায় কি তুমি নিলে
কি পাথেও যে থলে পুড়িলে
হিসেবের টালীখাতা আজ নড়বড়
নিরাশায় আশা তবু বাজে, মর্রম
যাযাবর!
যদি বলি-ভুল হবে মোর ।
তুমি এসে দিয়েছিলে মোর প্রাণের সুখ
তোমায় পেয়ে পুলকে শিহরিত বুক
হেলা করেছি বলে তুমি করনিকো পর
তোমার তরে পাই যেন জান্নাতে ঘর
যাযাবর!
যদি বলি-ভুল হবে মোর ।
ক্ষনিকের তরে এসে যাও তুমি
ধন্য হলো যারা তব পদ চুমি
তাদেরই অনুগামী হতে চাই ধরা’ পর
ক্ষীণ-ক্ষণ তুমি অতি, পরশপাথর
যাযাবর!
যদি বলি-ভুল হবে মোর ।
মোদের চলার পথের দিশা
তোমার আকরে আদরে ভেজা
প্রিয় নবী পেল ধন তুমি এলে পর
যে আলোয় আলোকিত ভব চরাচর
যাযাবর!
যদি বলি-ভুল হবে মোর ।
হে আল্লাহ! তুমি শোন ফরিয়াদ
আগামী সওম তক বাড়াইও হায়াত
এ দুয়া রাখি যেন, মোরা আপামর
জাগুক প্রানের জোর যা- ব্যথায় কাতর
যাযাবর!
তুমি নও; যেন কথাটা মোর ।