সত্যাসত্যের আদালতে আজ
বিচার বসেছে।
বিচারকের আসনে আসীন
স্বার্থ আর স্বার্থপরতা কাটাতারে
আবদ্ধ এক মানষিকতা।
আমি অপরাধীর কাঠগড়ায়।
বাদী বিবাদী পক্ষের
ক্ষুরধার তর্কবানে জর্জরিত,
কাঠগড়ায় দাঁড়ানো আসামী।
অভিযোগের ভারের অসহায়ত্ব
অসাড়তা হয়ে নেমে আসে
সারা শরীর জুড়ে।
হৃদযন্ত্রের প্রতিটি স্পন্দন
হাতুড়ির ঘা এর মত  পড়ে।
এ যেন প্রবাদে পড়া সেই
কামারের এক ঘা......!
বিচারালয়ের প্রতিটি অস্তিত্ব
অভিনয় করে যায়,
নিরব দর্শক এর ভুমিকায়।
সাক্ষিরা যেন শাস্তির পানে
এক এক ধাপ
সিড়ি হয়ে আসে।
বিচারক তার ন্যায় দন্ডের
আঘাতে পরাস্ত করেন,
যুক্তিবাদী তার্কিকদের।
অবশেষে সমাপ্ত হয় বিচার।
বিচারালয়ে শোর ওঠে,
বাহ! বাহ! এইতো বিচার।
আর কাঠগড়ার আসামি
যাত্রা করে ,
মহাকালের অন্ধকার
কাল কুঠুরির পথে।