কোলাহল ময় জনসমুদ্রের সৈকতে
আমি একা মুকুট হীন নৈঃশব্দের রাজা
আমার নেই মন্ত্রী,নেই সেনাপতি
নেই কোন সৈন্য সামন্ত
আছে শুধু অনেক অনেক প্রজা
যারা কিনা আমার প্রতি দিনের
ভেঙে ভেঙে যাওয়া কল্পনা
খুন হয়ে যাওয়া ইচ্ছা
আর বর্নহীণ হয়ে যাওয়া স্বপ্ন
আমার প্রজারা ভীষন ভীত হয়ে থাকে
আর আমি নীরব দর্শক
অভিমানের মেঘ গুলো যখন জমতে জমতে
ভীশন আক্রশে গজরাতে থাকে
তখন দীর্ঘ স্বাশ এর উদ্দামতায়
লন্ড ভন্ড হয়ে যায় আমার নৈঃশব্দের রাজ্য
তীব্র জলচ্ছাসের মত ছলকে ছলকে ওঠে রক্ত
দিনের স্তিমিত আলোর মত
স্তিমিত হয়ে আসে হৃদয়ের স্পন্দন
স্বপ্ন খুনের রক্তের ঢেউ ভাঙে
কোলাহল ময় জনসমুদ্রের সৈকতে
শত পূর্ণতার মাঝেও মহাশুন্যের
অপার শুণ্যতা নিয়ে বসে আছি
আমি একা মুকুট হীন নৈঃশব্দের রাজা