সদূর গায়ের বাকা পথে,
বৃক্ষরাজ তালে ;
রহে জোরা বাবুই পক্ষি ,
বৃহৎ তালের ডালে ...
সুখ যে ছিল বসন্তরুপ ,
সঙ্গে দুটো ছানা ;
গুন গুনানী গানের স্বুরে , মা পাখিটার গানা ...
পিতা বাবুই কর্মে বিভোর ,
ঘুরছে সবার দ্বার ;
খুজছে খাবার এপার ওপার
অনাহার পরিবার....
বাসা তাহার নেহাৎ ক্ষুদ্র ,
দোলছে হাওয়ায় শুন্যে ;
গর্বে বাবুই বুক ফুলে যায়
আপন আবাস জইন্যে ...
দিনের শেষে বছর আসে ,
পরম সুখে বাবুই ভাসে ;
ছানা দুটো হয় যে বড় '
চঞ্চলতায় মন যে হাসে ...
---
হটাৎ !!!
হাসিগুলো মলিন ,
সুখের রাজ্যে স্রোতবহ ;
সপ্ন ভাঙ্গে চূর্নধারার ঝরে,
হিংস্র ঐ কালো সিডর দাহ...
বেচে রয় পিতা বাবুই ,
রিদয় জ্বালায় ভেদে ;
সন্তানহীনা মরু জীবন চিৎকার আর্তনাদে ...
প্রানপ্রিয় প্রিয়তমার সেই রক্তিম লাশ ,
বিমুর্ত বাবা পাখির নিস্তব্দ শ্বাস ...
মনে পরে কি ???
সিডর নামক ঘাতকের কথা ,
শত বাঙ্গালী (বাবুই) স্বজনহারা-সন্তানহারা ,
কান্নাভরা শোকগাথা ।।।