সন ৩০১৭, এখনো -
২-১ টা মিউজিয়ামে মিলে যায় কবিতার দেখা ,
যদিও মলাটের গন্ধ সে বহুদুর ,
যেন পুরোনো বই কেটেছে ডাকাতি ইঁদুর ।


এনিলেক্স দাঁড়ায়  থাটিন্ ডি ডিসপ্লের সামনে -
অপ্রত্যাশীত সোনালী সন্ধ্যা নামে তার পাশে ,
যেখানে লুটায় পঞ্চমীর চাঁদ ,
নিয়ে তার করতলে কিছু আভিমানী আহ্লাদ ,
সে যে কোন যন্ত্র বা অমানবী দাঁড়ায় এসে পাশে ।


বলে –
হ্যালো , একটু কি মুখোমুখি বসবেন ,
আমিই বনলতা সেন ।