কোন এক বৃষ্টি ভেজা বিকেলে
চায়ের নিমন্ত্রন মেঘের বাড়ি

পাশাপাশি টেবিলে
দুটি কাপ আড়া আড়ি....।

হঠাৎ বাতাসে
উড়ে যাবে সাদা সাদা শাড়ি।

ঝড়ো ঝড়ো আনমনে
ডুবে যাবে দুটি মন ক্ষণে ক্ষণে  

রিমঝিম বৃষ্টিতে
ধোঁয়া উঠা চায়ের টেবিলে...

তুমি আমি....

কিছু কথা.... চুপচাপ
ভালোবাসা হয়ে যাবে টুপটাপ

কোন এক বৃষ্টি ভেজা বিকেলে
পাশাপাশি টেবিলে...