পাড়ার মোড়ে যুবকের দল সকাল থেকে নিয়ে দলবল
দিয়েছে ডাক জনসমাবেশে ছাড়বে হাক।

সারাদিন ধরে তারা গাইবে নেতার স্তুতি
কি দিয়েছে নেতা, আম আমাদের সারাজীবন ব্যাপী!
তাই জানাবে, জানবো মোরা
কথায় কথায় দিবো হাতে তালি।

সন্ধ্যা নাগাদ অফিস শেষে ফিরছি বাড়ি
মোড়ের কাছে পা খানা আমার গেলো স্লিপ করি
আশেপাশের লোকে হেসে কহে আরে দাদা!
এ পথে কেনো! জানেন না উঠেছে তেলের খনি।

সকাল থেকে সন্ধ্যা তেল পড়েছে লোটা ফোটা
কথার তুবড়ি ছাপিয়ে তেল ঢেলেছে
ও পাড়ার আবুল নামের খাস চামচা।

হাটতে গেলে পিছলে পড়ি, মরি মরি
চারদিকে চ্যালাগুলোর কথার তুবড়ি।

এই যে দেখুন দাদা
আমিও নিয়েছি খাটি তেল মাথার মগজে ভরা।

পিছলে গেলে পা ধরবে কে বা
পিছলে গেলে যাক মাথা
আমিও আজ থেকে নেতার খাস চামচা।