নিয়া পৃথিবীর আকৃতি
          তর্কে মজিছে শিয়াল গাধা
ভুলিয়া সাত বর্ষের প্রীতি!!
          কর্কশ করিয়া উচ্চবাচ্যে কইতেছিল গাধা,
পৃথিবীর আকৃতি থালার ন্যায়
          বলিয়া গিয়াছে তাহার স্বর্গীয় দাদা।।
হাসিয়া কহিলো শিয়াল,
           তুই ওই জ্ঞান লইয়া সহস্র বর্ষ পিছাইয়া রইলি,,
পৃথিবীর আকৃতি আপেলের ন্যায়
           বলিয়াছে গ্যালিলিও গ্যালিলি!!!
রাগিয়া কহিলো গাধা,
           ষোড়শ শতকে মরিয়াছে গ্যালিলি,
বিংশ শতকে দাদা!!
কাহার কথা বেশি আধুনা তুই আমায় শুধা!!!!
           তর্কের বান ফুলিয়া ফাপিয়া ছুটিলো বহুদূর,
এই ভাবে জন্ম লইলো বিতর্কের সমুদ্দুর !!
           তর্কে তর্কে দুজনেই হইলো ক্লান্ত-
ভাবিলো শিয়াল,
           যাইবে কি পাওয়া এই বিতর্কের অন্ত ?!?
শিয়াল বলিলো,থাম ভাই-
           এই বিতর্ক আসলে বৃথাই।
চল যাই পশুরাজের কাছে,
           রাজি হইয়া চলিলো গাধা, শিয়াল তার পাছে।।
সব শুনিয়া গম্ভীর মুখে
             কইলেন পশুরাজ,
"এই বিতর্কের সুন্দর একটা
              ফয়সালা করিবো আজ!!"
গাধা,তোর কোনো দোষ নাই,তুই চলিয়া যা!
    আর এই বোকা শিয়াল
              দিলাম তোকে তিন মাসের সাজা!!
গোমড়া মুখে কইলো শিয়াল, তাহা কি করিয়া হয়??
             পৃথিবীর আকৃতি কি আপেলের মত নয়??
এ কেমন বিচার করিলেন পশুরাজ!!
              এই কুলে আপনিই তো ন্যায় বিচারের তাজ!!
কহিলেন পশুরাজ,
              ও তো একটা গাধা!!
এমন কথা কইতেই পারে ওর আপনা দাদা।।
              তাই বলে ওর সাথে কি তোর তর্ক করা সাজে?
তুই কেনো দিলি না মন আপন আপন কাজে??
              যাহ..এই বারের মত তোকে
যাইতে হইবে না শ্রীঘরে-
ওইটাই হইবে তোর ঠিকানা
               হয় যদি এমন ভুল পরে!!