তুই যা খুশি ভাবতে পারিস;
ভিক্ষে, সে তো ছদ্মবেশিরাও চায়,
আমার ক্ষুধার সাম্রাজ্যে নামুক মহামারি-
শকুনের ঠোঁট ছুঁয়ে ঠিক জন্মাবো আবার,
তুই যেমন খুশি বদলে বদলে বাঁচ,
ছুঁতে আসিস না আমার ক্যাকটাস শরীর!
তুই তো নোস তৃষ্ণার্ত পথিক-
আমি যে বাহুল্যহীনের সম্বল।