একটা গোটা রাত নেমে এলো গঙ্গার পাড়ে—
বিকেলের বিনা নিমন্ত্রণে।
এক খণ্ড সবুজের বুকে কালো রঙ ছেয়ে গেল—
গহীন অন্ধকারের মতো।
শিরা উপশিরা ছিন্ন ভিন্ন,নীরব আন্দোলনের ঘায়ে—
পাখি হয়তো তবু ফিরবে বাসায়।
শিকারীর কাঁধে এক হাত রেখে অচেনা হাসি হেসে—
অন্য এক হাত বুকে চেপে।
গঙ্গায় ভাসে তখন মৃত স্বপনের শব শ্মশানের খোঁজে।
আর শিকারীর মনে শুধু উল্লাস;
লক্ষ্যভেদে সফল হয়েছে যে সে।