নাকি! ঝড় উঠবে বাতাসের হৃতপিণ্ডে,
জেহাদ উঠবে মাটির গন্ধে,
ছুট! আর ছুট,
শুধু ছুটে চল দিক্বিদিক,
আর যা খুশি ভেবে যা দিনরাত!
কিচ্ছু রাখে নি কেউ কোনোখানে—
শুধু হ্যালো টেস্টিং ওয়ান টু থ্রি,
আর জানা নেই ঠিক কোনো কিছু,
তবু ঘাম জ্যাব জ্যাবে শরীর,
ছায়া যাচ্ছে না সরে কোনোভাবে,
গোটা একটা সূর্য ঠিক মাথার উপর,
কোথাও কোনো চিহ্ন থাকছে না পড়ে,
কত আয়োজন, কথা ছুটছে, কথা উড়ছে,
সাবাশ!সাবাশ!কত হাততালি,
কেউ বলছে যত্তসব! গাদা গুচ্ছের মিথ্যাচার,
অনেক কথা একসাথে—
গোটাটাই শুধু ভণ্ডামি চিত্কার,
তারপর শুনশান ব্রিগেডের মতো—
সকালটা হওয়া চাই তাড়াতাড়ি,
ছুট! আর ছুট, আবার অন্যখানে—
সেই লড়ে যেতে হবে কুকুরের সাথে,
নর্দমার পাশে জমা খাওয়ারের স্তুপে!
তবু যা খুশি তাই ভাবনার সাথে দিনরাত,
সাদা কাগজের লাল কালো লেখা,
উড়ছে শুধু উড়ছে—
এমনি উড়ে উড়ে যাচ্ছে —
চলছে হ্যালো টেস্টিং ওয়ান টু থ্রি,
আর যুদ্ধও চলছে  কুকুরের সাথে।