এখন সে দ্বীপ ডুবেছে জলোচ্ছ্বাসে,
তাই ঝিনুক খোলসে,জমেছে পাথরকুচি,
স্রোতের ভাঙনে কত কিছু উল্লাস—
ঘূর্ণির পাকে অচেনা উর্দ্ধশ্বাস,
বন্ধ দুয়ার ভেঙে খান খান হাতুড়ী হুঙ্কারে,
হাতের নাগালে,তবু ছড়ানো রক্তজাল!
অদৃশ্য চোখ মেলেছে ওই অন্ধরাতের ঘরে,
শরীর ডোবানো আগুনে আধখানা—
বাকিতে ওঠে জেহাদী উন্মাদনা,
নদী ভেঙে ভেঙে ডুবছে ওদিকে আকাশ,
বন্যা বইছে, গিলছে কোথাও কি যেন কি!
ঝিনুকের খোল মাটির গভীরে—
নীথর নির্বিকার,
উথালি পাথালি কুমারী দ্বীপে—
শীতল সর্বনাশে,শুধু ঢেউ ওঠে বার বার।