এমনি কথা ছিল—
কথা ছিল অলিন্দের সবুজ প্রকোষ্ঠে,
নীল আলো হবে অশালীন!
তাই শ্রমিকের পেটাই শরীর—
কাস্তের করাতে রক্ত ঝরিয়ে প্রচারহীন!
শুধু দর্শক যুবতী উঠোন!
আর উঁকি মেরে দেখে নেয় লতানো লাউডগা,
রিক্ত মাদুরে চিটে ধরা বালিশ গন্ধ!
রাজপথ প্রচারে ওদিকে—
নগ্ন পেশী থেকে ঝরে পড়ে,
মদিরার বিন্দু বিন্দু টলটলে ফোঁটা,
আগুন জ্বলছে তাই মিছিলের উর্দ্ধ চোখে,
তারপর হিসেব মিলছে না কোনোখানে—
কোনো পাতায়!কোন কলমের জিভে!
হয়তো এমনি কথা ছিল!