কলমীর ডালে ফিঙ্গের সাপ লুডো ছোঁ,
চষা ক্ষেত কাদাজল, ভেসে থাকা মৃত মাছের শরীরে—
লাঙ্গলের ফলা করে স্বপ্ন সন্ধান বকের ধ্যানে।
কেন যেন......!
জমিআল নিশ্চিহ্ন হতে চায় গন্ধর্ব বিনিময়ে,
তারি হাতছানি পান্তা পেঁয়াজের থালা জুড়ে,
শিরদাঁড়া বেয়ে চলা স্বচ্ছ ঘামের স্রোত—
হঠাৎ দেখে ফেলে ছেঁড়া কাপড়ের টানাটানি,
বৃথা চেষ্টা! এ যে গরিবী বিড়ম্বনা,
বেশ অন্যরকম ভালো লাগা তবু,
আকাশ ঢাকানোর ছলে—খোলা আকাশ উপহার!  
গরুগুলো জাবর কাটুক ক্ষণিক—
আলপথে দাঁড়ানো আকাশে মাথা রেখে,
জিরিয়ে নিতে চেয়ে যদি কিছু ভণ্ডামো হয়,
তবে তা হোক বারবার,পান্তা পেঁয়াজ থালার অজুহাতে,
আলপথে দাঁড়ানো আকাশবুকে।