একই সূর্য তবু অন্য উষ্ণতা পাহাড়ের বুকে,
জমাট বরফে অন্য শীতলতা প্রতিটি শাখায়!
অগাধ জলরাশি নীথর,শ্বাস প্রশ্বাসহীন—
উচ্চতার হাতছানি বাঁক নেওয়া পথের ধুলোয়,
লক্ষ্য নীরবে দাঁড়িয়ে পথের প্রান্ত ছুঁয়ে,
তাই ছুটে যাওয়া মৃত্যুর মুখে মুখ রেখে।
সম্বল করে রক্ত স্রোতের অনন্ত বিমূর্ত বিশ্বাস—
তারপরও দেবতার পাইনি দেখা অকাতর চেয়ে,
শুধু দেবশিশু দুটি এসেছিল কাছে স্মিত হাসি হেসে,
তারপর তারা মিলিয়েও গেছে কোন এক পাহাড় বাঁকে,
এখনো শরীরে তাদের পরশ, পবিত্র মহিমায়!
দেবতার দ্বারে যদি ফিরি অন্য কোন দিন,
তারা হয়তোবা নেবে চিনে, নেবে ডেকে!
নিয়ে যাবে হাত ধরে দিকশূন্য নগরে।