তোর দুপুর দুপুর শরীর,
জল থই থই একলা ঘাটে,
কার তরে তুই দাঁড়িয়ে থাকিস,
ভিজিয়ে আঁচল ঢেউ তুলে যাস,
চোখ ধাঁধানো জরির!


তোর ভেজা ঠোঁটের চাওয়া,
চুপ কথাতে বলিস অনেক,
হোঁচট লাগে তোর ইশারায়,
নাকছাবিতে ঝিলিক মেরে,
দুলিয়ে কোমর যাওয়া!


তোর ভুলভুলাইয়া উছল বুকে,
যদি ভাগ্যজোরে হতেম শাড়ি,
পান সুপুরি মানিক জোড়ে,
ছল করে ঠিক ঘুমিয়ে নিতাম,
ঘাপটি মেরে নেশার সুখে।


তোর শাপলা শালুক হাসি,
পাগল হলেম তাই দেখে যে,
চোখ সরে না পা সরে না,
তবে কি তুই মারবি আমায়?
দেখছিস না কাঁপছি কেমন,
পিলিচ, বলনা ভালোবাসি!