একটুখানি বিশ্বাস চেয়ে ফিরেছি দ্বারে দ্বারে,
প্রতিটি ঘরের দরজা বন্ধ হয়েছে তাছিল্যে,
তারপর শুধু—
আকাশ চোখ ভেসে গেছে কিছুকাল,
অন্ধ পৃথিবীর বুকে নেমে আসা কালো মেঘে,
তবু থামিনি কোথাও—
এখনো আমার অনুপস্থিত শরীর হাঁটছে একা,
যে জয় এনে দিতে চেয়েছিলাম,
তা শুধু ছিলনা আমার একার,
তা যে তোমাদেরও—
বিশ্বাস করনি কেউ!
বিশ্বাস করনি আমার আর্ত আবেদনেও,  
আমি জানতে চাইনি আমার জয়পরাজয়,
শুধু একবার জানতে ইচ্ছে হয়,
কবরের মাটি সরিয়ে ক্ষণিক,
তোমরা জিতেছ কিনা!  
সভ্যতার চৌকাঠে—
এখনো কেউ মাথাকুটে-কুটে ফিরে যায় কিনা!