দেরাজের ধূলিজমা এককোণে—
বিবর্ণ অ্যালবাম দেহের প্রতিপাতা জুড়ে!  
শায়িত অতীত নীথর মমির মতো—
সকল ইচ্ছে এখনো মূর্ত অবিকার অমলিন;
বেঁচে আছে সব যেন ধ্বংসপ্রাপ্ত সভ্যতার মতো!
হয়তো এখন এসব অলস গল্পের উপাদান মাত্র-  
অবমূল্যায়নে কখনো পিষ্ট হতে পারে একদিন;
যদি দেখে ফেলে কেউ অজ্ঞ চেতনার আরশিতে!  
লাঞ্ছিত হওয়ার আগে এসব মুছে দেওয়া চাই-
তাই প্রতি পাতা হতে নামিয়েছি দ্বিধাহীন;
সরিয়েছি দৃশ্যান্তরে প্রত্যক্ষণ পাঁচিলের ওইপারে;
জমিয়ে করেছি জড়ো মাটির উপর;
তারপর আগুন শিখায় শুনেছি কান পেতে;
বোকা অতীতের বিসর্জন!
ক্রমে অদৃশ্য হয়ে ওঠা শরীরের বেঁচে থাকার;
কাতর আর্তনাদ-
নীরব দাঁড়িয়ে একবার শুধু ছুঁতে চেয়েছি শেষবার!  
উল্লসিত আগুণের লাল আলোয় দেখেছি পলকহীন,
স্থির চোখের স্তব্ধ নিঃশ্বাসে-
লীন হয়ে যাওয়া আপন শরীরের খড়কুটো!