বিকেলের পথ ছুঁয়ে সন্ধ্যা নেমেছে আজো,  
শেষ ছায়া মিলিয়েছে অস্তরাগের আবেশ মেখে!
ধীর পায়ে ফিরেছি তারপর নিত্যদিনের মত;
বাতাসের বুকে দৃষ্টি তখন দীর্ঘশ্বাসে বিলীন;
নিশ্চুপ অভিমান যেন ঈশানী মেঘের ওপার;
জাগ্রত মহাশূন্য জুড়ে শুধু ধূসর পাণ্ডুলিপি!
তবু বন্ধ চোখের তারা জাগে ঘুমের ভিতর;
অনুচ্চারিত শব্দ জাগে রাত্রির কালি মেখে!
বৃষ্টি চোখ ভাসে শ্রাবণ মেঘের অন্তরালে;    
আর পাড় ভেঙে বয়ে যায় জোয়ারের গাঙ্গ;
তবু প্রতিদিনের মতো এখনো খুঁজি তোমার ছায়া;
মোহনায় মেশা অচেনা স্রোতের অসম সঙ্গমে;
অস্তরাগের অন্তিম আলো মাখা ঢেউয়ের ভিতর।