সন্ধ্যার পথ জুড়ে নেমে আসে দীর্ঘ ছায়া
পর্ণমোচীর শেষ পাতা মাটির বুক ছুঁয়ে নীথর
ন্যুব্জ বটের পাকা ফলে হরিয়াল শেষ ঠোঁট-
উড়ানের ডানায় খোঁজে রক্তিম আলোর উষ্ণতা!
বনানীর গভীরে ধীরে জেগে ওঠে শব্দহীন পৃথিবী,
বাতাসের কান্নায় ওঠে পাতা ঝরানোর হাহাকার-
তবু মৃত নক্ষত্র হতে সন্ধ্যারাগের বিষাদ স্রোতে;
কে তুমি ভাসাও ইমনের সুর ভেজা সলতে পোড়ানো
অস্থির আলোক শিখার শেষ প্রদীপখানি।