হৃৎপিণ্ডের আনাচ কানাচ ঘুরে,
লালমাটি ভিজানো বৃষ্টি ঝরেছে বহুকাল;
প্রতিটি সকাল মেখেছে সোঁদা গন্ধ মাখানো রোদ-
ক্যানভাস জুড়ে যতবার আঁকি বাতাসের ছবি,
ঝড় হয়ে যায় উড়ে ঈশানের কালো রঙ মেখে;
কুয়াশা শরীরে হারায় ক্ষণে-ক্ষণে বিছানো চেনা পথ-
পরিশ্রান্ত ডানায় মুখ গুঁজে নিঃস্ব হয়ে ওঠে চোখ।  
পুরনো দেয়াল জুড়ে তাই আর খুঁজে কাজ নেই;
অন্তঃপুরের ঝুল কালি মাখা বিবর্ণ নির্যাস!
তোমায় ভিতর হতে জড়িয়ে নেবএবার-
বাহির বাঁধন আলগা হওয়ার সময় হয়েছে এখন!
চিতার আগুনে শুয়ে এই দিব্যি কেটে বলছি।