জাতে জাতে কথা উঠে,জাত বেজাতের ঘরে ঘরে। ।হিন্দু ইসলাম অর্থ খুজলে,শ্রী বলো তুমি কারে? সৃষ্ঠিকর্তার বিধান মতে, হিন্দু মুসলিম একই ঘরে, জাত বেজাতের কথা তুল্লে, কার উপরে গিয়ে পরে? যেই মাটিতে হিন্দু গড়া, নূরের আঁচ তারও পাওয়া। সেই মাটিতেই মুসলম গড়া,সেই নূরেরই আচড় পাওয়া। ।হিন্দুর ঘরে খাইতে গেলে,জাত রবেনা বলে লোকে। মুল্লা যখন বেশ্যার ঘরে, জত কী তখন হিন্দুর ঘরে??     জাতে জাতে,জাত বেজাতে, মিলিবে তারা কোণ মেলাতে? শিক্ষক যদি ন-ই থাকে, পুস্তক ভড়া লাইব্রেরীতে, শিক্ষার কেমনে বিকাশ ঘটে?ঘরে বসে পিতার থেকে শিক্ষার জন্যে অন্মেষনে,তাইলে পরে স্কুল কলেজ খুল্লো তাহা কোন কারণে? । ॥তাইতো মোরা ছুটে বেড়াই গুরুর অন্মেসনে॥ গুরু তোমায় প্রনাম ॥