আমি চাইনী ইন্জিনিয়ার হতে । আমি চাইনী ডাক্তার , বেরিষ্টার হতে। আমি ছিভিল ডিপার্টমেন্ট চাইনি । আমি মেকানিকেল ইন্জিনিয়ার হতেও চাইনি । আমি সুধু চেয়াছি নিজের শাধিনে মুক্ত কন্ঠে কিছু বলব , কিছু লিখব । কবি হওয়া বা বিঙ্গানী হওয়া ও শখ ছিল না। শুধু চেয়াছি কূনটা কেন হয় তা নিজে জেনে তুমাদের জানাতে। কিন্তু এইগুলার কারনে টাইটেল পেলাম পাগল। আচ্ছা, কিছু আর হল না। ভাগ্গের পরিহাসে তুমাদের কাছে আমার আশতে হয়াছে। আর তুমাদের ভালবাশা পেয়ে আমি পুর্ন জিবন পেলাম। কিন্তু, আমি ত এক জিবনের অমর ছিলাম। তাহলে কেন আমার পুর্ন জিবন নিতে হল ! আশলে তুমাদের ভালবাশা আমাকে ধংশ করে Life Support এর মাদ্ধমে বাচিএ রেখাছে। আশলে আমি এমন ভালবাশা চাইনী…