আজ এই দুপুরে আমি একা , একাতরে নি:স্তব্দ কাটে দিন যায় বেলা ।
নেই কোন পথের দিশেহারা – পাগলপানা ।
নেই কেহ নাই শূণ্য খাচায় আমিই বন্দি একা ।
সর্ব শান্তি গ্রাস করিয়া , সর্ব আনন্দ চরণে ফেলিয়া ,
ফিরিতে চাইয়াছিলাম শূণ্য হস্তে তোর পানে ।
তবু তুই আমায় ডাকিসনি কাছে , রাখিসনী পাশে ,
বাসিসনী ভালো এ আমারে ।
নহে আমি বুবা , নহে আমি কালা , শুধু কৃ‌ষ্ন বর্নে
পাঠাইলেন খোদা এই শ্রী-ভূমিতে মোরে । তবু তুই
বাসিসনে ভালো-এ আমারে । ওহে কালা দৃষ্টের
অচেতন মনের মালিক , আজ তুই দেখলি মোর এই চর্ম বর্ন খানা ।
দেখলিনা তুই , দেখলিনা মোর ভীতরের রবির ঔজ্জলতা ।
শ্যেম বেলন কিবা , ধবল বেলন সবই উড়ে মিথেনের দাপটে ।
এই মিথেন নামক বিদ্যা-বুদ্ধি হয়তো বিধাতা করিয়াছেন দান মোরে ।
তবু দেখিসনী তুই দেখিসনী মোর ভীতরের রবির উজ্জলতা ।
শ্যেম বর্ণ ধারী হইয়াছেন জগ‍ত জননী কোন কোন ধর্মে ।
আবার , শ্যেম বর্ণ ধারী করিতেছেন বিশ্ব শ্বাসন এই জগত সংসারে ।
তবু তুই আমায় ডাকিসনী কাছে , রাখিসনী পাশে ,
বাসিসনী ভালো এ-আমারে ।
মূর্খ ঙ্গানী হইলি তুই । তুই মোরে রাজপথে তুচ্ছ করিয়া
ফালাইলী বদ্ধ খোপে । তবু আমার বিশাদময় লাগে যেন
তোরে ছাড়া একা একা ।মনের দূয়ার রইল খোলা শুধু
তোরি লাগিয়া ।  আগমনের স্বাগতম অগ্রীম দিলাম তোরে ।