সর্ব শান্তি বিনাশ করিয়া ,
সর্ব আনন্দ চরণে ফেলিয়া ,
এলি তুই ওরে এ মোর ধারে তুচ্ছ সময় খানা ধংশন করিতি !
আমি চাইয়াছিলাম ওরে ও ই অতীতে তোরে,
তুই মোরে তুচ্ছ করিয়া অসহায় পাইয়া কাটাইলী আনন্দে সর্ব সুখের দিবস।
ওরে তুইকি জানীসনা অসহায় বেক্তি সর্ব সময় থাকেনা অসহায় হইয়া।
ওরে, তুইতো এখন অসহায়।
একলা একলা ঘরে শুয়ে রোগে পিরীত হয়ে দিন গুনছিস ভাল হবার আশায়।
ওরে, তুইতো এখন অসহায়।