যখন কেউ নিজেই নিকৃষ্ট
তখন সে অন্য কে কীভাবে বলবে,
যেখানে কেউ নিজেই লোভী
সেখানে কীভাবে অন্যকে লোভ মুক্ত করবে...?


তাই ধূলায় লুটিয়ে পড়েছে
এদেশের জীর্ণ দেহ,
দেশের রক্তে জমেছে রোগ
নাম তার মধুমেহ...।


দেশের চিত্র রঙিন থেকে
হয়েছে সাদা কালো,
এতেই কত ভূয়সী প্রশংসা
এটাই নাকি ভাল...?


প্রতিবাদী মুখ ঢেকেছে মুখোশে
গিয়েছে ক্রমে ক্ষয়ে,
অতীতের সেই প্রতিবাদীরা
রয়েগেছে জীর্ণ স্মৃতি হয়ে...। মৈনাক দাস (১১।০৫।১৪)